ব্যবসায়ী মহসিন খানের ইন্তেকাল

| সোমবার , ১৩ অক্টোবর, ২০২৫ at ৮:৪৭ পূর্বাহ্ণ

হালিশহর মুন্সিপাড়া এলাকার ব্যবসায়ী ও সমাজসেবক মো. মহসিন খান শুক্রবার (১০ অক্টোবর) রাত ১১টায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৬ বছর। তাঁর ছেলে মো. মুনতাসির মহসিন খান জানান, শনিবার (১১ অক্টোবর) বাদ জোহর নগরের হালিশহর মুন্সিপাড়া ফজর আলী মাতব্বর মসজিদ প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়। মহসিন খান চট্টগ্রাম কলেজিয়েট স্কুল এবং চট্টগ্রাম কলেজের সাবেক শিক্ষার্থী ছিলেন বলে জানিয়েছেন তার স্বজনরা।

তাঁর মৃত্যুতে চট্টগ্রাম চেম্বার, চট্টগ্রাম কলেজিয়েট স্কুল প্রাক্তন ছাত্র পরিষদ এবং চট্টগ্রাম কলেজ প্রাক্তন শিক্ষার্থী পরিষদ নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধফিরিঙ্গীবাজার ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা