প্রিমিয়ার ইউনিভার্সিটির দামপাড়াস্থ কেন্দ্রীয় অডিটোরিয়ামে ব্যবসায় প্রশাসন বিভাগের বিজনেস ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে এবং ডিপার্টমেন্ট অব স্টুডেন্টস ওলেফেয়ার ও আইকিউএসি–প্রিমিয়ার ইউনিভার্সিটির সহযোগিতায় ‘স্ট্রাটেজিস ফর আনলকিং ক্যারিয়ার পটেনশিয়াল’ শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়েছে। গত শনিবার অনুষ্ঠিত কর্মশালায় স্পিকার ছিলেন কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জহির উদ্দিন আহমেদ। ব্যবসায় প্রশাসন বিভাগ, সিএসই, ইইই, ইংরেজি, অর্থনীতি ও আইন বিভাগের ৭ম–৮ম সেমিস্টারের শিক্ষার্থীদের নিয়ে এই কর্মশালার মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের নিজেদের সম্ভাবনা সঠিকভাবে উন্মোচন ও ব্যবহার করার উপায় সম্পর্কে সচেতন করা। জহির উদ্দিন আহমেদ বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে সফল ক্যারিয়ার গঠনের বিভিন্ন কৌশল নিয়ে গভীর ও বাস্তবভিত্তিক আলোচনা করেন। কর্মশালাটি শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক প্রশ্নোত্তর পর্ব–এর মাধ্যমে শেষ হয়, যা আলোচনাকে আরও প্রাণবন্ত ও শিক্ষণীয় করে তোলে। এই আয়োজন শিক্ষার্থীদের জন্য একটি মূল্যবান গাইডলাইন হিসেবে কাজ করবে, যা তাদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে সহায়ক ভূমিকা রাখবে। কর্মশালায় উপস্থিত ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের সহকারী ডিন প্রফেসর এম. মঈনুল হক, ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক সুলতানা রাজিয়া চৌধুরী, রাজিব দত্ত, সহকারী অধ্যাপক এ.কে.এম. নাসিম উদ্দিন, শফায়েতুন নাহার, প্রভাষক কায়নাতুন নাহার ও অন্যান্য শিক্ষক–শিক্ষিকাবৃন্দ। সঞ্চালনায় ছিলেন প্রভাষক নাঈমা নাজনিন চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।