চট্টগ্রাম চেম্বারের আসন্ন নির্বাচনকে স্বচ্ছ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক একটি নির্বাচনে পরিণত করার লক্ষ্যে সর্বস্তরের ব্যবসায়ীদের সদস্যপদ গ্রহণের আহ্বান জানানো হয়েছে। নতুন সদস্য পদের আবেদন যথাযথভাবে যাচাই–বাছাই করে হালনাগাদ ও অন্তর্ভুক্তকরণের কার্যক্রম চলমান রয়েছে উল্লেখ করে যুগ্ম সচিব নুরুল আবসার চৌধুরী জানিয়েছেন, নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন বিধিমালা অনুযায়ী নির্বাচনের অন্তত ৯০ দিন পূর্বে একটি নির্বাচন বোর্ড ও নির্বাচন আপিল বোর্ড গঠন করা হবে এবং নির্বাচনের ৮০ দিন পূর্বে নির্বাচন বোর্ড কর্তৃক নির্বাচন তফসিল ঘোষণা করা হবে। বাণিজ্য সংগঠনের সংঘবিধি ও সংঘ স্মারকের শর্তানুযায়ী নির্বাচন তারিখের ১২০ দিন পূর্বে অন্তর্ভুক্ত নতুন সদস্যগণ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। এ লক্ষ্যে নির্বাচনে অংশ্রগহণ করতে আগ্রহী ব্যবসায়ীদেরকে আগামী ২০ জানুয়ারির মধ্যে চট্টগ্রাম চেম্বারের সদস্যপদ গ্রহণের জন্য অনুরোধ জানিয়ে বলা হয়েছে যে, চেম্বারের নিয়মিত সদস্য অন্তর্ভুক্তিকরণ কার্যক্রম চলমান থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।