‘ব্যবসায়ীদের অনলাইন প্রচারণায় ভোক্তা ও ব্যবসায়ীর সরাসরি সম্পর্ক তৈরি হবে’

লোহাগাড়া আইবিডব্লিউএফ এর সম্মেলনে ইব্রাহিম চৌধুরী

সাতকানিয়া প্রতিনিধি | শনিবার , ৫ জুলাই, ২০২৫ at ৭:৩৪ অপরাহ্ণ

ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি ও সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইব্রাহীম চৌধুরী বলেছেন, এ সংগঠনের প্রধান উদ্দেশ্য হচ্ছে নতুন নতুন উদ্যোক্তা ব্যবসায়ীদের সংগঠিত করে ব্যবসায়িক উপকরণগুলো এক প্ল্যাটফর্মে এনে অনলাইন পেজ খুলে প্রচারণা চালানো। ফলে ব্যবসায়ীদের সাথে সরাসরি ভোক্তার সম্পর্ক তৈরি হবে। থাকবে না কোন মধ্যস্বত্বভোগী। এ কারণে যেমন ভোক্তারা কম দামে পণ্য পাবে, তেমনি উৎপাদনকারীও বেশি লাভে পণ্য বিক্রি করতে পারবে। অন্যদিকে পণ্যের দামের মধ্যে থাকবে ভারসাম্য।

তিনি আজ (৫ জুলাই) শনিবার সকালে লোহাগাড়ার সদরের একটি রেস্তোরাঁয় লোহাগাড়া উপজেলা আইবিডব্লিউএফ এর দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন। 

সম্মেলনের প্রধান অতিথি ও এ সংগঠনের উপদেষ্ঠা এড. আবু নাছের বলেন, এ সংগঠনকে আগামীতে এমন ব্যবসায়ী তৈরি করতে হবে যারা হবে সৎ ও খোদা ভিরু। যাদের উপার্জিত অর্থ সমাজের মানুষের কল্যাণে ব্যয় করবে। 

কাজি জসিম উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আইবিডব্লিউএফ এর সেক্রেটারি সৈয়দ আবদুল কাইয়ুম, লোহাগাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো.নুরুল আবছার ও লোহাগাড়া শহর উন্নয়ন কমিটির আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান কাজি নুরুল আলম। 

সম্মেলনে এ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, এ সংগঠনের কর্ণফুলী উপজেলা সভাপতি মো. ইলিয়াছ, পটিয়া সভাপতি ওমর ফারুক, চট্টগ্রাম শহর শাখার সভাপতি  মো.সরোয়ার কামাল, দক্ষিণ জেলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মো. কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন, সমাজ সেবক ছালেহ চৌধুরী, আনোয়ারা সেক্রেটারি মো. ইমরান, দক্ষিণ জেলার সহ অর্থ সম্পাদক মো. রফিক, সাইফুল ইসলাম মো. জুনাইদ, নুরুল ইসলাম সিকদার, জসিম উদ্দিন হেলালি, মো. রফিক, মফিজুর রহমান, টিপু চৌধুরী ও আমজাদ হোসেন প্রমুখ। 

অনুষ্ঠান শেষে ফজলুল হক আযাদকে সভাপতি ও কাজি জসিম উদ্দিনকে সেক্রেটারি করে ৫৫ সদস্য বিশিষ্ট আইবিডব্লিউএফ লোহাগাড়া উপজেলা শাখার কমিটি গঠন করা হয়। 

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলী থেকে অজ্ঞাত যুবকের ভাসমান লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে চোখ বেঁধে প্রেমিকের হাত-পায়ের নখ তুলে নিল প্রেমিকার পরিবার