বৌদ্ধ যুব পরিষদ চট্টগ্রাম অঞ্চলের শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ

| সোমবার , ২৯ জানুয়ারি, ২০২৪ at ৯:৪০ পূর্বাহ্ণ

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ চট্টগ্রাম এর উদ্যোগে গত শুক্রবার পটিয়া উপজেলাধীন বৌদ্ধ সেবাসদনে শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। ভদন্ত শীলপ্রিয় মহাস্থবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির মহাসচিব প্রকৌশলী সীমান্ত বড়ুয়া। প্রধান জ্ঞাতী ছিলেন ভদন্ত শরনসেন মহাস্থবির। অনুষ্ঠান উদ্বোধন করেন পরিচালক ভদন্ত বিশ্বমিত্র থেরো। অনুষ্ঠানে বিভিন্ন সম্প্রদায়ের প্রায় ১৭০ জন শীতার্তের মাঝে কম্বল ও ৫০ জন ছাত্রছাত্রীকে শিক্ষা সামগ্রী প্রদান করা হয়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শুধু শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সীমাবদ্ধ থাকবে না, আর্থিক অসচ্ছলদের চিকিৎসাসেবা, কন্যাদায়গ্রস্ত পিতামাতার পাশে দাঁড়ানো, দুস্থ মানুষের বাড়ি নির্মাণে সহযোগিতা করা, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের উন্নত শিক্ষার ক্ষেত্রে সহায়তা করাসহ বৌদ্ধ যুব পরিষদ সবসময় মানুষের পাশে থেকে কাজ করে যাবে।

শীতবস্ত্র বিতরণ কমিটির সচিব রিপন বড়ুয়ার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক তাপস বড়ুয়া, সহসভাপতি সনজয় বড়ুয়া পিপলু, সহ সাধারণ সম্পাদক অলক বড়ুয়া, জনি বড়ুয়া, শিমুল কান্তি বড়ুয়া, শিমুল বড়ুয়া, সুরমা চাকমা পূজা, বিশ্বজিত বড়ুয়া রেবু, নিপুন বড়ুয়া, সমদত্ত বড়ুয়া, সুমন বড়ুয়া, জাতক বড়ুয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশুদ্ধাচার কৌশল প্রয়োগের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের আহ্বান
পরবর্তী নিবন্ধআধুনিক সীতাকুণ্ড রূপে গড়ে তুলবো