বোয়ালখালী পৌরসভা যুবসেনার কাউন্সিল

| রবিবার , ২৮ আগস্ট, ২০২২ at ১১:২০ পূর্বাহ্ণ

ইসলামী যুবসেনা বোয়ালখালী পৌরসভার কাউন্সিল দলীয় কার্যালয়ে গত ২৫ আগস্ট মুহাম্মদ নাছেরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অধিবেশনের উদ্বোধক ছিলেন ইসলামী ফ্রন্ট পৌরসভা সভাপতি মো. জাহাঙ্গীর আলম। প্রধান অতিথি ছিলেন ইসলামী ফ্রন্ট দক্ষিণ জেলার সভাপতি অধ্যাপক আবুল মনসুর দৌলতী।
তিনি বলেন, যুবসমাজকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করার আদর্শ ঠিকানা হচ্ছে যুবসেনা। আগামী নির্বাচনে যুবসেনা নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশেষ অতিথি ছিলেন ওসমান গণি সওদাগর, নাজিম উদ্দিন। প্রধান বক্তা ছিলেন যুবসেনা দক্ষিণ জেলার সহ-সভাপতি সৈয়দ সালাউদ্দীন খোকন। নির্বাচন কমিশনার ছিলেন সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দীন ও ওমর ফারুক। বক্তব্য রাখেন আবদুল্লাহ আল মামুন, হাফেজ সাইফুদ্দীন, সেকান্দর কাদেরী, নূর উদ্দীন, সোহরাব হোসেন প্রমুখ শেষে মাওলানা ফোরকান কাদেরীকে সভাপতি, মুহাম্মদ মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক এবং মাস্টার রবিউল করিমকে সাংগঠনিক সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট যুবসেনা বোয়ালখালী পৌরসভা কমিটি ঘোষণা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধলায়ন্স ক্লাব অব চিটাগাং রজনীগন্ধার দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধজে এম সেন হলে রাধাষ্টমী উৎসব ৩ ও ৪ সেপ্টেম্বর