প্রতি বছরের ন্যায় এ বছরও আজ থেকে তিনদিনব্যাপী শুরু হচ্ছে বোয়ালখালী উপজেলার ঐতিহ্যবাহী সূর্যব্রত মেলা। সূর্যপূজা উপলক্ষে প্রাচীনকাল থেকেই মাঘ মাসের শুক্ল পক্ষের শেষ রোববার জ্যৈষ্ঠপুরা গ্রামের কানুর দিঘীর পাড়ে বসে এ মেলা। সূর্যব্রত উপলক্ষে বসা এ মেলা শিশু-কিশোর ও নারী-পুরুষের পদচারণায় মুখরিত হয়ে উঠে। অন্যান্য বছরের ন্যায় এবারও ব্যাপকভাবে এ মেলার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন মেলা কমিটির সভাপতি স্থানিয় শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ মোকারম। তিনি বলেন, প্রাচীন এ মেলায় দেশের বিভিন্ন প্রান্তের মানুষ আসেন নানান পসরা নিয়ে। পাহাড়ি-বাঙালিসহ সকল সম্প্রদায়ের মানুষের সমাগম ঘটে এ মেলায়।