বোয়ালখালীতে এন মোহাম্মদ গ্রুপের সুপার লিগ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। গত ৪ অক্টোবর শনিবার সন্ধ্যা ৭ টায় মাওয়া টার্ফ মাঠে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন বোয়ালখালী উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও পৌর প্রশাসক কানিজ ফাতেমা এবং ভার্চুয়ালের মাধ্যমে এন মোহাম্মদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. নজরুল হক। উদ্বোধনী খেলায় অংশ নেয় এডমিন ওয়ারিয়রস এবং কুলসুমা ইউনাইটেড। প্রতিদ্বন্দ্বিতাময় খেলাটি ৩–৩ গোলের সমতায় শেষ হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান, বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি মো. সিরাজুল ইসলাম,বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি অধীর বড়ুয়া, এন মোহাম্মদ গ্রুপের চীফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) মো. ফরমান তৈয়ব,চীফ অপারেটিং অফিসার (সিওও) মাসুদুর রহমান, চীফ বিজনেস অফিসার (সি বিও) মোস্তাক চৌধুরী, সহকারী মহাব্যবস্থাপক (প্রশাসন ও মানব সম্পদ) মো. আবু আলম, ডিজিএম কবির আহমেদ, ডিজিএম তোফায়েল আহমেদ, ডিজিএম আতিক রহমান সুমন। এ সময় আরো উপস্থিত ছিলেন, বোয়ালখালী প্রেক্লাবের সদস্য সাংবাদিক এম আর তাওহিদ, এস এম শাহেদ হোসাইন ছোটন, তাজুল ইসলাম মানিক, বিপ্লব জলদাস প্রমুখ। টুর্নামেন্টে গ্রুপ ভিত্তিক মোট ১২টি দল অংশগ্রহণ করছে। জানা গেছে, এন মোহাম্মদ গ্রুপের সুপার লিগ ফুটবল টুর্নামেন্ট আগামী ১৬ ডিসেম্বর ফাইনাল খেলার মাধ্যমে শেষ হবে।