বোয়ালখালীতে শিশুদের সাঁতার শেখাতে শেখ রাসেল সুইমিংপুল

নির্মাণ কাজ শেষ, সুবিধাজনক সময়ে উদ্বোধন

বোয়ালখালী প্রতিনিধি | রবিবার , ২৫ জুন, ২০২৩ at ৫:৪৩ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে শীঘ্রই উদ্বোধন হতে যাচ্ছে শিশুদের সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র শেখ রাসেল সুইমিংপুল। ইতোমধ্যে নির্মাণ কাজ শেষ হয়েছে। কয়েকদিনের মধ্যে সুবিধাজনক সময়ে এটি উদ্বোধন করা হবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। চট্টগ্রাম জেলা পরিষদের অর্থায়নে উপজেলা পরিষদ এলাকার ফকিন্নির দীঘির পাড়ে প্রস্তাবিত শেখ রাসেল শিশু পার্কের পাশে ৩৫ ফুট দৈর্ঘ্যের ও ১৮ ফুট প্রস্থের এ সুইমিংপুলটি নির্মাণে প্রায় ৭ লাখ টাকা ব্যয় হয়েছে। জানা যায়, অত্যাধুনিক এ সুইমিংপুলে শিশুদের বয়স অনুপাতে তিনটি লেয়ারে পানি কমানো বাড়ানোর সুবিধা রাখা হয়েছে। শিশুদের নিরাপত্তায় দেওয়া হয়েছে ফেন্সিং। লাইফ জ্যাকেটের ব্যবস্থাও রয়েছে। দক্ষ প্রশিক্ষক দ্বারা শিশুদের সাঁতার শেখানো হবে এ সুইমিংপুলে।

স্থানীয় গোমদন্ডী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজির আহমদ বলেন, সরকার ও স্থানীয় প্রশাসনের এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। সাঁতার শেখার সুযোগ ও সাঁতার না জানার কারণে এ উপজেলায় প্রায়ই পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটে। এটি চালু হলে এর থেকে কিছুটা হলেও পরিত্রাণ পাওয়া যাবে। উপজেলা কাব লিডার মো. ফারুক ইসলাম বলেন, কাবিং ও স্কাউটিংয়ে সাঁতারের একটি গুরুত্বপূর্ণ বিষয় থাকলেও এ উপজেলায় তেমন কোনো ক্ষেত্র না থাকায় বিষয়টা এতদিন এক প্রকার উপেক্ষিত ছিল। এটি চালু হলে এ বিষয়ে আমরা আরো বেশি করে নজর দিতে পারব।

এবারের বিভাগীয় পর্যায়ে সাঁতার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া স্থানীয় গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী প্রাঞ্জল বড়ুয়া বলেন, প্রশিক্ষণের সুযোগসুবিধা না থাকায় এ বিষয়ে আগ্রহী আমার মত অনেক প্রতিভা অংকুরেই বিনষ্ট হয়ে যাচ্ছে। এটি চালু হলে এখান থেকেই আরো অনেক প্রতিভা জাতীয় ও আন্তজার্তিক ক্ষেত্রে অবদান রাখার পাশাপাশি এ উপজেলার জন্য সুনাম বয়ে আনতে পারবে।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন বলেন, সাঁতার জানা প্রতিটা জীবনের জন্য অত্যন্ত জরুরি। শরীর সুস্থ সবল রাখতে ও মেধা মননের জন্য খুবই উপকারী সাঁতার। তাই এমন একটি উদ্যোগ নেয়া হয়েছে। তিনি আরো বলেন, উদ্বোধন পরবর্তী শিশুদের বিনামূল্যে একজন প্রশিক্ষক দ্বারা সাঁতার শেখানো হবে এখানে। আগ্রহী শিশুদের সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মাধ্যমে নামের তালিকা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রেরণের জন্য ইতোমধ্যে বলে দেয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্লাস শুরু ৫ জুলাই
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির সভা