বোয়ালখালীতে পৌরসভা যুবদলের উদ্যোগে যুবদলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলের পৌরসভার মীরপাড়ায় কেকে কেটে এ অনুষ্ঠান উদযাপন করেছেন বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।পৌরসভা যুবদলের আহ্বায়ক মো. লোকমানের সভাপতিত্বে ও পৌরসভা ছাত্রদলের সাবেক আহ্বায়ক যুবদল নেতা মো. ইমরানুল হক জিকু ও সাবেক যুগ্ম-আহ্বায়ক সোহেল মিয়াজির যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শওকত আলম।
উদ্বোধক ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল করিম নুরু। প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি শফিকুল ইসলাম শাহীন, আবুল হাসেম, টুনু, স্বপন শীল, মো. কামাল, বাচ্ছু, খালেদ, জসিম, নছির, করিম, শাহেদ, মোরশেদ, শহীদ, রোকন, সৈয়দ কামাল, ফয়সাল, জূয়েল, মিজান, মাবুদ, আবছার, সাজ্জাদ, সাগর, হাসান প্রমুখ।