বোয়ালখালীতে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন

| মঙ্গলবার , ১০ মে, ২০২২ at ১০:৩৮ পূর্বাহ্ণ

বোয়ালখালী পৌরসভার উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে এই কর্মসূচির উদ্বোধন করেন মেয়র মো. জহুরুল ইসলাম জহুর।

এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র মো. তারেকুল ইসলাম, কাউন্সিলর হাজী মো. নাছের আলী, মাহমুদুল হক, মোহাম্মদ পারভেজ, পৌর সচিব মোশারফ হোসেন, উপ-সহকারী প্রকৌশলী কামরুজ্জামান, কার্য সহকারী মনিরুজ্জামান, আবাসিক মেডিকেল অফিসার ডা. অমিত কুমার দত্ত, মেডিকেল অফিসার পঙ্কজ কান্তি নাথ, ডা. আসমা সাদিয়া, এস এম জিহাদ বাবলু প্রমুখ।

পৌরমেয়র মো. জহুরুল ইসলাম জহুর বলেন, পৌরসভাকে পরিষ্কার পরিচ্ছন্ন গড়ার লক্ষ্যে আমরা কাজ করছি। পৌরবাসীকে মশার যন্ত্রণা থেকে মুক্তি দিতে আজকে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। পৌরবাসীর সেবা প্রদানে সর্বাত্মক চেষ্টা করে যাবো। এছাড়াও তিনি পৌরবাসীকে ময়লা আবর্জনা যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার অনুরোধ জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধড. ওয়াজেদ মিয়া অনুপ্রেরণার উৎস হিসেবে বেঁচে থাকবেন
পরবর্তী নিবন্ধমোহরায় তালবদ্ধ ঘর থেকে স্বর্ণালঙ্কার ও ২ লাখ টাকা চুরি