বোয়ালখালীতে বন্য হাতির আক্রমণ রোধে পদক্ষেপ গ্রহণ করা হবে

গণসংযোগকালে ফরিদ উদ্দীন

| মঙ্গলবার , ১৮ এপ্রিল, ২০২৩ at ৬:০৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ৮উপ নির্বাচনে ইসলামিক ফ্রন্ট প্রার্থী ও দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন বলেছেন, বোয়ালখালীর উপরের অংশ পাহাড় ও জঙ্গলে অবাধ বৃক্ষ নিধনের ফলে বন্য হাতিদের চলাচল বেড়ে যায়। আর খাদ্য ও আবাসস্থলের সংকটের কারণে প্রতিনিয়ত জনপদে বন্য হাতি আক্রমণ চালায়। যা প্রতিরোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে অঙ্গীকার ব্যক্ত করে আসন্ন উপ নির্বাচনে তাঁকে চেয়ার মার্কায় ভোট দেয়ার জন্য সকলের কাছে আহ্বান জানান।

গতকাল সোমবার ইসলামিক ফ্রন্ট মনোনীত প্রার্থী অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন বোয়ালখালীর কানুনগোপাড়া, কালাইয়ার হাট, আহলা দাশের দীঘি, সারোয়াতলী কন্‌জুরী ও বেঙ্গুরা বাজার এলাকায় গণসংযোগকালে এসব কথা বলেন। এ সময় তাঁর সাথে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইলিয়াছ সিকদার, সৈয়দ মুহাম্মদ মঈন উদ্দিন, হাফেজ মাওলানা মুহাম্মদ জহুর, খ ম মোজাম্মেল হক কাদেরী, নূর মোহাম্মদ, মাওলানা নূরুল হুদা, রেজাউল করিম, মোহাম্মদ মঞ্জুর হোসেন, মুহাম্মদ ইলিয়াস, সাইফুল ইসলাম, মুহাম্মদ কাউছার, মানিক হোসেন, জিল্লর রহমান, ফছিহ উদ্দীন আতায়ী ও আবদুল জলিল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনাসিমুল গণি
পরবর্তী নিবন্ধআওয়ামী লীগের অধীনে আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না