বোয়ালখালীতে পলাতক আসামিসহ আটক ৩

৬০ লিটার মদ জব্দ

বোয়ালখালী প্রতিনিধি | বুধবার , ২১ অক্টোবর, ২০২০ at ৯:৪২ পূর্বাহ্ণ

বোয়ালখালী পুলিশের পৃথক অভিযানে এক মাদক কারবারি ও ২ পলাতক আসামি গ্রেপ্তার হয়েছে। এসময় একজনের কাছ থেকে ৬০ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়। গত সোমবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, পাহাড়ি এলাকা থেকে কতিপয় ব্যক্তি মাদক পাচার করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ রাত সোয়া ১টার দিকে উপজেলার
আমুচিয়া ইউনিয়নের বোয়ালীকালন্দর শাহ মাজার এলাকায় অভিযান চালিয়ে নবীর আহমদ (৫৫) নামের এক মাদক কারবারিকে আটক করে। এ সময় তার কাছ থেকে পলিথিনে মোড়ানো ৬০ লিটার বাংলা মদ উদ্ধার করা হয়। আটক নবীর উপজেলার আমুচিয়া ইউনিয়নের ধোরলা গ্রামের আলী আহমদের পুত্র।
পুলিশের অপর দুটি দল রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ধোরলা মুন্সি মিয়া চেয়ারম্যান বাড়ির জমির হোসেনের পুত্র নুরুল আবছার ওরফে পান আবছার (৪৬) ও পূর্ব কধুরখীল আবদুল আলীর প্রকাশ সোনা মিস্ত্রীর পুত্র হাফেজ আ. হামিদ প্রকাশ ইরফান নামের দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করে।
জানতে চাইলে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মো. আবদুল করিম দৈনিক আজাদীকে বলেন, আটককৃতদের সংশ্লিষ্ট ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধভোটারদের কাছে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরুন
পরবর্তী নিবন্ধনেতাকর্মীদের মাস্ক পড়া বাধ্যতামূলক করছে নগর আ. লীগ