বোয়ালখালীতে দেশীয় অস্ত্র-মদসহ আটক ৪

বোয়ালখালী প্রতিনিধি | শুক্রবার , ২৫ জুলাই, ২০২৫ at ৬:১১ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ চারজনকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় তাদের কাছ থেকে ১৩৬ লিটার মদ, ৬টি মোবাইল ও ৬৫ হাজার ২৪০ টাকা উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, প্রদীপ চক্রবর্তী, রাজীব চক্রবর্তী, সঞ্জিদ সরদার ও হারাধন সরদার।

গত বুধবার বিকেল ৪টার দিকে উপজেলার শ্রীপুরখরনদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা এলাকায় বোয়ালখালীর সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মো. রাসেলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। মেজর বলেন, দীর্ঘদিনের অভিযোগের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়েছে। এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ছিলেন তারা। জব্দকৃত মালামালসহ আসামিদেরকে সুস্থ অবস্থায় পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য বোয়ালখালী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ খুলশীতে চসিকের মশক নিধন ক্রাশ প্রোগ্রাম
পরবর্তী নিবন্ধভাষাবিদ ড. মাহবুবুল হকের ১ম মৃত্যুবার্ষিকী আজ