বোয়ালখালীতে ডাকাতির প্রস্ততিকালে অস্ত্র ও সিএনজি অটোরিকশাসহ ৩ ডাকাতকে আটক করেছে থানা পুলিশ। গত শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার চরখিজিরপুর এলাকা হতে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, অপরিচিত কিছু সন্দেহভাজন লোক এলাকায় আনাগোনা করছে গোপনে প্রাপ্ত এ সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অবস্থান নেয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হলেও ৩ ডাকাতকে আটক করে পুলিশ। পরে তাদের দেহ তল্লাশি চালিয়ে ১ টি দেশীয় এলজি, ৪ রাউন্ড কার্তূজ, ২ টি রাম দা, ১ টি কার্টার, ১ টি লোহার রড, ১ টি প্লাস উদ্ধার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করে পুলিশ। আটককৃত আসামিরা হলো নগরীর বায়েজিদ বোস্তামী চালিতাতলী দারোগার বাড়ির মৃত নুর আলমের পুত্র বখতেয়ার উদ্দিন রুবেল (৩২), নোয়াখালী জেলার হাতিয়ার ভয়ারচরের (বর্তমানে নগরীর চান্দগাঁও সিএন্ডবি, হামিদচরের আবুর ভাড়া ঘরের ভারাটিয়া) মৃত আজাদ হোসেনের পুত্র আলতাফ (৩৫) ও রাউজান থানার গহিরা তোয়াই নগরের (বর্তমানে বায়জিদ আতুরার ডিপো) মনসুর সিদ্দিকীর পুত্র ইমতিয়াজ উদ্দিন সুমন (২৮)।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মো. আবদুল করিম জানান, এ ঘটনায় পৃথক ২টি মামলা দায়েরের পর আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।