বোয়ালখালীতে ঝুলন্ত অবস্থায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

বোয়ালখালী প্রতিনিধি | রবিবার , ২০ জুলাই, ২০২৫ at ২:০৪ অপরাহ্ণ

বোয়ালখালীতে মুসলেহ্ উদ্দিন প্রকাশ আরমান (২৫) নামের এক অটোরিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে বোয়ালখালী থানা পুলিশ।

শনিবার (২০ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে পৌরসভার পূর্ব গোমদন্ডী ৪ নম্বর ওয়ার্ড রোয়াইপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আরমান মফিজুল হকের ছেলে বলে জানা গেছে।

নিহতের স্ত্রী পিংকি আকতার বলেন, আনুমানিক রাত ১টার দিকে খাওয়া-দাওয়া শেষে যার যার কক্ষে ঘুমাতে যায়। পরবর্তীতে তিনি আমাকে নামাজ পড়ার কথা বলে মাঝখানের একটি খালি কক্ষে যান। তার ফিরে আসতে দেরি হওয়ায় রাত ২ টার দিকে আমি ওই কক্ষে গিয়ে দেখতে পায়, দরজা খোলা অবস্থায় আছে এবং ঘরের সিলিংয়ের বাঁশের ডাসার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পায়।

বোয়ালখালী থানার উপ পরিদর্শক মো. শাহজাহান বলেন, খবর পেয়ে রাত সাড়ে তিনটার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি এবং লাশ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে নিখোঁজের ১১দিন পর সন্তোষ নাথের লাশ পাওয়া গেল খালে
পরবর্তী নিবন্ধআইজিএমআইএস কলেজে এমবিএ’র ওরিয়েন্টেশন সম্পন্ন