বোয়ালখালীতে ওসির গাড়িতে ঢিল

বোয়ালখালী প্রতিনিধিঃ | শুক্রবার , ১৮ জুলাই, ২০২৫ at ১:৫৭ অপরাহ্ণ

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমানকে বহনকারী চলন্ত গাড়ি লক্ষ্য করে ঢিল ছুঁড়ে পালিয়ে গেছে দু/র্বৃ/ত্ত/রা। এতে হতা/হতের ঘটনা ঘটেনি। তবে ঢি’লের আঘাতে গাড়ির সামনের আয়নায় ফাটল ধরেছে।

গত বুধবার (১৬ জুলাই) রাত ১০টার দিকে সরকারি গাড়ি নিয়ে ওসি ফোর্সসহ উপজেলার আরাকান সড়ক দিয়ে থানায় আসছিলেন। 

আরাকান সড়কের রায়খালী ব্রিজ পাড় হয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন এলাকায় পৌঁছলে চলন্ত গাড়িতে ঢিল ছুঁড়ে দুর্বৃ/ত্তরা। 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, কে বা কারা কি কারণে এ ঘটনা ঘটিয়েছে তা এই মূহুর্তে বলা যাচ্ছে না। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। 

ওসি জানান, রাতে ফোর্সসহ উপজেলার বিভিন্ন স্থানে টহল দিয়ে থানায় ফেরার পথে এ ঘটনা ঘটেছে। এতে কেউ আহত হননি। গাড়ির সামনের আয়নার বাম পাশে ঢিলের আ’ঘা’তে ফাটল ধরেছে

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে ভাসমান অবস্থায় বৃদ্ধের লাশ উদ্ধার