বোয়ালখালীতে আম গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

বোয়ালখালী প্রতিনিধি | মঙ্গলবার , ১০ মে, ২০২২ at ১০:৩০ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে আম গাছ থেকে পড়ে মো. ইউসুফ (৬২) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার পশ্চিম গোমদন্ডীস্থ আলহাজ্ব কোরবান আলী সওদাগর বাড়ীতে এ ঘটনা ঘটে।

নিহত ইউসুফ ওই এলাকার মৃত আজিজুর রহমানের পুত্র। তিনি ২ পুত্র ও ৩ কন্যা সন্তানের জনক।

প্রত্যক্ষদর্শী এলাকাবাসী ও নিহতের স্বজনরা জানিয়েছেন, দুপুরের কিছু আগে ইউসুফ বাড়ীর সন্নিকটস্থ একটি আম গাছে উঠে আম পাড়তে থাকে। এক পর্যায়ে হাত ফসকে মাটিতে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে সে। বাড়ীর অন্যান্যরা সেখান থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তখন সেখানে দায়িত্বরত মেডিকেল অফিসার তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার সঞ্জয় সেন বলেন, দুপুরে আম গাছ থেকে পড়ে গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে আছাদ আলী শাহ’র ওরশ ১২ মে
পরবর্তী নিবন্ধদেশে রেশন ব্যবস্থা ও পর্যাপ্ত ন্যায্য মূল্যের দোকান চালু করতে হবে