চট্টগ্রাম দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত আবদুল মালেক শাহ রাহে ভাণ্ডারী স্মরণে মাসিক ছুফী বৈঠক গত শুক্রবার রাতে বোয়ালখালীর মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। এতে আসন্ন ৫–৮ জুন পর্যন্ত মহান ওরছে আকবর, রাহে ভান্ডার তরিকার মুখপাত্র নকশার সন্ধানে প্রকাশ ও বাংলাদেশ তরিকত পরিষদ বিষয়ে গুরুত্বপূর্ণ তকরির পেশ করেন দরবারের সাজ্জাদানশীন ও মহাত্মা সম্মেলনের উদ্যোক্তা আল্লামা ছৈয়দ জাফর ছাদেক শাহ (মাজিআ)। রাতে অনুষ্ঠিত হয় ছামা মাহফিল। এতে দরবারের বহু ভক্ত মুরিদান অংশগ্রহণ করেন। সবশেষে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।