ঝিরি ঝিরি বাতাস এলে
ছন্দ তুলে ঐ শাখে
আম কুড়োবো ভাবছে খুকি
গ্রামে এলে বৈশাখে।
মাটির পুতুল-খেলনা পাতি
বসবে যখন মেলাতে
কিনবে এসব ভাইয়ের সাথে
প্রাণের মেলা-বটের তলা
বোশেখ এলে হয় মধুর
আসুক যত কাল বৈশাখী
কখনো তা হয় না দূর।
ফারুক হাসান | বুধবার , ২১ এপ্রিল, ২০২১ at ৬:২৮ পূর্বাহ্ণ