বোলিং র‌্যাঙ্কিংয়ে এগিয়েছেন সাকিব-নাসুম

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ২০ জুলাই, ২০২৩ at ১০:৫১ পূর্বাহ্ণ

আফগানিস্তানের বিপক্ষে টিটোয়েন্টি সিরিজে দারুণ বোলিংয়ের পুরস্কার পেলেন সাকিব আল হাসা এবং নাসুম আহমেদ। আইসিসির বোলারদের র‌্যাঙ্কিংয়ে দুজনই পেলেন সুখবর। ব্যাটিংয়ে এগোলেন লিটন দাস। র‌্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা আইসিসি। বোলারদের র‌্যাঙ্কিংয়ে ৮ ধাপ এগিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। নাসুমের উন্নতি হয়েছে ১৭ ধাপ। বল হাতে দুই ম্যাচে ৪ উইকেট নেন সাকিব। তার নামের পাশে যোগ হয়েছে ৩২ রেটিং পয়েন্ট। শাহিন শাহ আফ্রিদির সমান ৬১৬ রেটিং পয়েন্ট নিয়ে ১৬তে উঠে এসেছেন তিনি। সিরিজে মাত্র ১ উইকেট পেলেও দুই ম্যাচে নিয়ন্ত্রিত বোলিংয়ে ৭ ওভারে ৩৫ রান দেন নাসুম। তিনি পেয়েছেন ৫৫ রেটিং পয়েন্ট। বড় লাফ দিয়ে ৫০ থেকে ৩৩ নম্বরে উঠেছেন বাঁহাতি স্পিনার। সাকিবের সমান ৪ উইকেট পাওয়া তাসকিন এগিয়েছেন ৩ ধাপ। ক্যারিয়ার সেরা ৫৫৮ রেটিং নিয়ে ৩৫ থেকে ৩২ নম্বরে উঠেছেন বাংলাদেশের এই পেসার। তবে ৭১৩ রেটিং নিয়ে বোলিং র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন রশিদ খান। সেরা দশে পরিবর্তন একটি। ৬ নম্বর থেকে ৭এ নেমে গেছেন ফজল হক ফারুকি। তার জায়গা নিয়েছেন অ্যাডাম জ্যাম্পা।

ব্যাটিংয়ে লিটন দাস এগিয়েছেন তিন ধাপ। ২১ নম্বর থেকে যৌথভাবে ১৮তে উঠেছেন তিনি। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে তিনিই সবার ওপরে। ছয় ধাপ পিছিয়ে ২৯ নম্বরে নেমে গেছেন নাজমুল হোসেন শান্ত। অলরাউন্ডারদের মধ্যে ২৮৮ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরেই রয়েছেন সাকিব।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম জেলা দাবায় ক্ষুদে চ্যাম্পিয়ন নাজিফ নিয়াজ
পরবর্তী নিবন্ধকাট্টলিতে ছধু চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন