বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

| শনিবার , ২৭ জানুয়ারি, ২০২৪ at ৯:১৫ পূর্বাহ্ণ

বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজের বার্ষিক আভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান গত বৃহষ্পতিবার কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ ও সভাপতি মোহাম্মদ মোহসীন উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী পৌরসভার মেয়র ও কলেজ গভর্নিং বডির মোঃ জহুরুল ইসলাম জহুর। এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক মোহাম্মদ হেলাল উদ্দিন, সোলতানারা বেগম, মাহবুবুল ইসলাম, ইমরান জাভেদ, আবদুল্লাহ সরকার, রিপন চৌধুরী, হেলাল উদ্দিন টিপু ও শিক্ষকমন্ডলী। এসময় মেয়র বলেন, মাদকাসক্তি একটি সামজিক ব্যাধী, সব্রগ্রাসী মরন নেশা। এ নেশার কারনে মারাত্মকভাবে আক্রান্ত দেশের লাখ লাখ মানুষ, বিশেষ করে যুব সমাজ। মাদকের নীল দংশনে তরুণ সমাজ আজ বিপদগামী ও বিপন্ন। দেশকে এগিয়ে নিতে হলে মাদকমুক্ত দেশ গড়তে হবে। আর যুব সমাজের অধিকাংশই হচ্ছে শিক্ষার্থী।

পূর্ববর্তী নিবন্ধসিলেটে দুয়োধ্বনি শুনলেন সাকিব
পরবর্তী নিবন্ধকাপাসগোলা সিটি কর্পোরেশন মহিলা কলেজে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন