বোয়ালখালী ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার

| মঙ্গলবার , ৩ ডিসেম্বর, ২০২৪ at ১২:১৫ পূর্বাহ্ণ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ বোয়ালখালী উপজেলার সভাপতি মোহাম্মদ একরামুল হককে (২৯) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২ ডিসেম্বর) রাত ১০টার দিকে চান্দগাঁও থানাধীন চান্দগাঁও আবাসিক বি-ব্লক ২ নম্বর রোডে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মোহাম্মদ একরামুল হক বোয়ালখালী পূর্ব গোমদন্ডী, ইদ্রিস চেয়ারম্যান বাড়ির এনামুল হকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, চান্দগাঁও থানায় হওয়া বিস্ফোরক আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরাউজানের সন্ত্রাসী জানে আলম গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা