চট্টগ্রামের বোয়ালখালীতে অসীম ঘোষ (৩৯) নামের এক সাবেক স্কুল শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার আমুচিয়া ইউনিয়নের পূর্ব ধোরলা ৮ নম্বর ওয়ার্ডের মৃত গৌরাঙ্গ ঘোষের ছেলে।
গতকাল শনিবার রাত ১১টার দিকে নিজ বাড়ি থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় ইউপি সদস্য পঙ্কজ চন্দ বলেন, শনিবার রাতে পঁচা দুর্গন্ধ ছড়িয়ে পড়লে প্রতিবেশিরা এ ঘটনা জানতে পারেন। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘর থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
অসীম ঘোষের বোন রমা ঘোষ বলেন, ২০১৫ সাল থেকে আমার ভাইয়ে মানসিক সমস্যা দেখা দেয়। পরে হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা করা হয়। মাসিক সমস্যার কারনে চাকরি ছেড়ে দেয়। পরবর্তীতে তিনি ওকালতি শুরু করে। যতক্ষণ ঔষুধ খেতো ততক্ষণ ভালো থাকতো বলেও জানান তিনি।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসহাব উদ্দিন বলেন, রাত সাড়ে এগারোটার দিকে মৃতদেহ উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্টের উপর ভিত্তি করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।