বোয়ালখালী উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি সাইদুর রহমান খোকা (৬০) কে গ্রেপ্তার করেছে বোয়ালখালী থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে বেঙ্গুরা ৫ নম্বর ওয়ার্ড কমান্ডার খলিলুর রহমানের বাড়ি (তার নিজ বাসভবন) থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সাইদুর রহমান খোকার ছেলে মো. রিপন বলেন, রাত সাড়ে আটটার দিকে পাঁচজন পুলিশ এসে ওসির সাথে কথা বলে চলে আসতে পারবে বলে আমার বাবাকে থানায় নিয়ে যায়। আমার জানা মতে আমার বাবার নামে কোন মামলা নেই। তাহলে পুলিশ কেন আমার বাবাকে গ্রেপ্তার করেছে আমার জানা নেই।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, তার বিরুদ্ধে রাজনৈতিক মামলা আছে বিধায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল (আজ) সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।