বোয়ালখালীতে রেললাইনের পাশে পড়ে ছিল নবজাতক, উদ্ধারের পর বিক্রি !

বোয়ালখালী প্রতিনিধি | শনিবার , ১১ মে, ২০২৪ at ১১:০৭ পূর্বাহ্ণ

রাতের আঁধারে রেললাইনের পাশে কান্না করছিল একটি শিশু। কান্নার উৎস খুঁজতে খুঁজতে বোয়ালখালী উপজেলার গোমদন্ডী স্টেশনের পরে জামালের ভাতঘর সংলগ্ন রেললাইনের পাশে পাওয়া যায় এই নবজাতক শিশুটিকে। পরে শিশুটিকে উদ্ধার করেছে স্থানীয় এলাকাবাসী।

১০ মে (শুক্রবার) রাত ১১ টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা বলেছেন, রাতের আঁধারে মেয়ে শিশুটিকে কেউ রেললাইনের পাশে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে মেয়েটি কয়েকদিন আগে জন্মগ্রহণ করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, রাতেই শিশুটিকে পটিয়া উপজেলার এক পরিবারের কাছে বিক্রি করে দেয়া হয়েছে। সম্ভবত ৭ থেকে ১০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বোয়ালখালী থানার ওসি আছহাব উদ্দীন বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে সত্যতা পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বের সাথে প্রতিযোগিতা করে টিকে থাকতে হবে
পরবর্তী নিবন্ধটেকনাফ ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে রোহিঙ্গা খু’ন