বোয়ালখালীতে মেয়র গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা

| বৃহস্পতিবার , ১২ অক্টোবর, ২০২৩ at ১০:১০ পূর্বাহ্ণ

বোয়ালখালী পৌরসভার আয়োজনে মেয়র গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আগামী ১৮ নভেম্বর থেকে শুরু হবে। এ উপলক্ষে প্রস্তুতিসভা গত শনিবার বোয়ালখালী পৌরসভা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ফুটবল আয়োজক কমিটির সদস্য সচিব কাউন্সিলর ইসমাঈল হোসেন চৌধুরী আবুর সঞ্চালনায় ও চেয়ারম্যান পৌর মেয়র জহুরুল ইসলাম জহুরের সভাপতিত্বে এতে পৌর কাউন্সিলর ও বোয়ালখালী ক্রীড়া সংস্থার কর্মকর্তারা অংশগ্রহণ করেন। সভায় সভাপতি জানান, আগামী ১৮ নভেম্বর থেকে গোমদন্ডী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন হবে। এছাড়া উপজেলার সকল ক্লাব ও সংগঠনের নামে টিম নেয়া হবে বলে জানানো হয়। খেলা পরিচালনার জন্য এ সভায় একাধিক উপ কমিটি গঠন করা হয়। এতে উপস্থিত ছিলেন কাউন্সিলর তারেকুল ইসলাম, সুনীল চন্দ্র ঘোষ, মো. জাহাঙ্গীর আলম, মাহমুদুল হক, মো. পারভেজ, জোবায়দা বেগম, শাহনাজ পারভীন নিলু, ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের মধ্যে কামরুল হাসান, হেলাল উদ্দিন টিপু, এস এম ওমর ফারুক, হারুনুর রশিদ বাবলু, সেকান্দর আলম বাবর, দীপক কান্তি চৌধুরী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধভালো খেলার লক্ষ্যে চট্টগ্রাম জেলা দলের অনুশীলন শুরু
পরবর্তী নিবন্ধশেখ রাসেল অনূর্ধ্ব-১১ চ্যালেঞ্জ কাপ ক্রিকেট টুর্নামেন্ট কাল শুরু