বোয়ালখালীতে পল্লী কর্মসংস্থান কর্মসূচির চেক পেলো ৮৮ নারী

বোয়ালখালী প্রতিনিধি | বুধবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৪ at ১১:২১ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় ৮৮ জন নারী কর্মীদের মাঝে পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচির চেক বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের (এলজিইডি) উদ্যোগে আরইআরএমপি৩ প্রকল্পের আওতায় নারী কর্মীদের সনদপত্র ও চেক প্রদান করা হয়েছে। উপজেলা প্রকৌশলী মো. রেজাউল করিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিমাদ্রী খীসা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার আতিক উল্লাহ, রাজু দে, পূজন সেন ও দেবাশীষ বড়ুয়া রাজু। প্রকৌশলী মো. রেজাউল করিম জানান, এ প্রকল্পটি ২০২০ সালে ১ জুন শুরু হয় এবং ২০২৪ সালে ৩১ মে শেষ হয়। দৈনিক ২৫০ টাকা বেতনে নারী কর্মীরা এ প্রকল্পে নিয়োজিত ছিলেন। জনপ্রতি দৈনিক ১৭০ টাকা বেতন প্রদান করা হলেও ৮০ টাকা করে সঞ্চয় হিসাবে জমা রাখা হতো। যা প্রকল্পের মেয়াদ সম্পন্ন হওয়ায় ৪ বছরের সঞ্চয় এক সাথে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। এসময় কর্মজীবনের অনুভূতি ব্যক্ত করেন লক্ষী সর্দার,বাবলী সরকার,আমেনা খাতুন ও পাখি বেগম।

পূর্ববর্তী নিবন্ধডেঙ্গু প্রতিরোধে সুবিধাবঞ্চিতদের মশারি বিতরণ করবে প্রয়াস
পরবর্তী নিবন্ধহাতি ঠেকাতে লোকালয় পাহারা দেবে স্বেচ্ছাসেবক