বোয়ালখালীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। উদ্বোধনী খেলায় কর্ণফুলি ক্লাব চট্টগ্রাম ১–০ গোলে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিকে পরাজিত করে। পোপাদিয়া ইউনিয়ন শহীদ জিয়া স্মৃতি সংসদের আয়োজনে গত শুক্রবার বিকেলে উপজেলা স্টেডিয়াম কধুরখীল উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধক ছিলেন চট্টগ্রাম ফুটবল এসোসিয়েশনের সভাপতি শহিদুল ইসলাম। উপজেলা বিএনপির সদস্য সচিব হামিদুল হক মান্নান চেয়ারম্যানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাইফুদ্দিন। মো. বেলাল হোসেন, সিদ্দিক আজাদ রিহাদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিকদলের সভাপতি ডা. মহসীন খান তরুণ। পোপাদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এস,এম মেহেদী হাসান সুজন, সহ–সভাপতি মোসলেম মিয়া, সারোয়াতলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কুতুব উদ্দিন,এস,এম ইকবাল, সৈয়দ দিদার আলম রিটন, গোলাম হোসেন নান্নু, মতিয়র রহমান রাসেল, শাহ আলম,আবু সিদ্দিক। নকআউট পদ্ধতির এ টুর্নামেন্টে ১২টি দল অংশ নিচ্ছে।