বোয়ালখালীতে চুরি হওয়া সিএনজি অটোরিক্সা উদ্ধারসহ চোর গ্রেফতার

বোয়ালখালী প্রতিনিধি | বুধবার , ১৫ মে, ২০২৪ at ১২:৪০ অপরাহ্ণ

বোয়ালখালীতে চুরি হওয়া সিএনজিচালিত অটোরিক্সা উদ্ধারসহ মো. হাসানুল ইসলাম প্রকাশ হাসান (৩২) নামের এক চোরকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

১৪ মে (মঙ্গলবার) রাত ১১ টা ৪৫ মিনিটের দিকে উপজেলার আমতল এলাকা থেকে সিএনজিচালিত অটোরিক্সাসহ চোরকে গ্রেফতার করা হয়। তিনি চরখিদিরপুর এলাকার মনিরুল ইসলামের ছেলে বলে জানা যায়।

উদ্ধার হওয়া অটোরিক্সার চালক ছৈয়দুল হক বলেন, ১৩ মে (সোমবার) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার শাকপুরা ইউনিয়নের বড়ুয়ার টেক এলাকার একটি কমিউনিটি সেন্টারের সামনে রাস্তার উপর সিএনজি চালিত অটোরিক্সাটি রেখে চা পান করতে যান।

এ সুযোগে চোর তাঁর অটোরিক্সাটি নিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে থানায় মামলা করেন তিনি। গাড়িটির
রেজিষ্ট্রেশন নম্বর- চট্টগ্রাম-থ-১২-৩৬৮৮, ইঞ্জিন নং- AFMBUJ04815 এবং গাড়িটি সবুজ রংয়ের।

বোয়ালখালী থানার ওসি আছহাব উদ্দীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আসামীকে আমতল এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে এবং গাড়িটি উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকের ছয়টি মামলা রয়েছে। আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়ি ও রাঙামাটিতে আধাবেলা সড়ক অবরোধ চলছে
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে আগুনে পুড়ে ছাই এক দোকান