বোয়ালখালীতে ১২ পিস ইয়াবাসহ সাত মামলার আসামি মো. সৈয়দ আলম প্রকাশ বাগাইয়া (৫৫) নামের একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১ টা ৪৫ মিনিটের দিকে পৌরসভার পশ্চিম গোমদন্ডী ০৭নং ওয়ার্ড ফুলতল আরকান সড়কের ট্রাফিক পুলিশ অফিসের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
আসামি মো. সৈয়দ আলম পূর্ব গোমদন্ডী ০৪নং ওয়ার্ড তুলাতল নবী সওদাগর বাড়ির মৃত শামসু আলমের ছেলে।
বোয়ালখালী থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মোবারক হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আসামি মো. সৈয়দ আলম প্রকাশ বাগাইয়াকে পৌরসভার ফুলতল আরকান সড়কের ট্রাফিক পুলিশ অফিসের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
থানার ওসি আছহাব উদ্দীন বলেন, আসামির থেকে ১২ পিচ ইয়াবা পাওয়া গেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে পটিয়া, বোয়ালখালী, রাউজান, বান্দরবান, পাঁচলাইশ, বাকলিয়াসহ বিভিন্ন থানায় সাতটি মামলা রয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।