বোয়ালখালীতে আহত অবস্থায় বিলুপ্ত প্রজাতির এক মুখপোড়া হনুমান উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার গোমদন্ডী ফুলতল এলাকা হতে কয়েকজন যুবক উদ্ধার করে উপজেলা প্রাণিসম্পদ অফিসে নিয়ে যান।
উদ্ধারকারি যুবক মিন্টু বলেন, হনুমানটি এক গাছ থেকে অন্য গাছে লাফালাফি করার সময় কারেন্টের তারের সাথে শর্ট লেগে নিচে পড়ে যায়। এ সময় হনুমানটিকে গুরুতর অবস্থায় চিকিৎসার জন্য উপজেলা প্রাণিসম্পদ অফিসে নিয়ে আসি। উপ–সহকারি প্রাণিসম্পদ কর্মকর্তা এস এম সাইদুল আলম বলেন, যুবকরা এই হনুমানটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে আমরা দ্রুত চিকিৎসা সেবা প্রদান করি। হনুমানটি বৈদ্যুতিক শর্টের কারণে শরীরে ক্ষত হয়েছে। বতর্মানে আশস্কামুক্ত। চট্টগ্রাম সদর রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল হোসেন বলেন, মুখপোড়া হনুমান বিলুপ্ত প্রজাতের প্রাণী। উদ্ধারকৃত প্রাণী সাফারি পার্কে নিয়ে যাওয়া হবে। সেখানে হাসাপাতালে চিকিৎসা দিয়ে ১৫ দিন দেখে প্রকৃতিতে অবমুক্ত করা হবে।