বোয়ালখালীতে আহত ঈগল উদ্ধার

বন বিভাগে হস্তান্তর

বোয়ালখালী প্রতিনিধি | শুক্রবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৫ at ৬:১৯ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে আঘাতপ্রাপ্ত একটি ঈগল উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঈগলটিকে উদ্ধার করা হয়। তবে কোথা থেকে উদ্ধার করা হয়েছে জানা যায়নি। উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের কর্মকর্তা রুমন তালুকদার বলেন, ঈগলটির ডান পাশের পাখাটি ভেঙে গেছে। ঈগলটি কয়েকজন ছেলে এসে প্রাণিসম্পদ দপ্তরে দিয়ে চলে গেছে। তাদের নাম, ঠিকানা জানা যায়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হিমাদ্রী খীসা বলেন, আঘাতপ্রাপ্ত ঈগলটি বন বিভাগের (ওয়াইল্ড লাইফ) কাছে হস্তান্তর করা হয়েছে। বন বিভাগ কর্তৃক ঈগলটিকে ডুলাহাজারা সাফারি পার্কে হস্তান্তর করা হবে।

পূর্ববর্তী নিবন্ধখুচরো পয়সা কেনা নিয়ে ক্রেতাদের মধ্যে এ মারামারি
পরবর্তী নিবন্ধপটিয়ায় চার লাখ টাকার সেগুনকাঠ জব্দ