বোয়ালখালীতে আগুনে পুড়ে নিঃস্ব ১১ পরিবার

বোয়ালখালী প্রতিনিধি | মঙ্গলবার , ৯ জুলাই, ২০২৪ at ৭:৫৩ অপরাহ্ণ

বোয়ালখালীতে আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘর। আজ মঙ্গলবার সকাল সাড়ে এগারোটার দিকে উপজেলার আমুচিয়া ইউনিয়ন ৩নং ওয়ার্ড বক্কর চেয়ারম্যানের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা বলেন, সিলিন্ডার গ্যাস বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হয়। এসময় মৃত সিরাজুল ইসলামের মেয়ে খতিজা বেগম (৫৫), মৃত শামসুদ্দিনের পুত্র সেলিম উদ্দিন (৪৫), মোরশেদুল আলম (৩৮), এরশাদুল আলম (৩৫), জামশেদুল আলম (৩২), মনজুর ইসলাম (২৮), মৃত নুরুল আমিনের ছেলে আবদুল আওয়াল (৩৮), রবিউল হাসান (৩০), আবদুর রহিম (৩০), মৃত আবু বক্কর সিদ্দিকের স্ত্রী খানিজ ফাতেমা (৪৮) ও মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে ইউচুপের (৬০) ঘর পুড়ে যায়।

স্থানীয়রা এক ঘণ্টা আগুন নিভানোর চেষ্টা করে। পরে সাড়ে বারোটার দিকে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত খতিজা বেগম বলেন, আমরা কেউ ঘর থেকে কিছুই বের করতে পারিনি। এক কাপড় নিয়ে বের হয়ে গেছি ঘর থেকে। মাথা গুজানোর ঠাঁই পর্যন্ত চলে গেছে আমাদের। ১১ টি পরিবারের প্রায় ৬০ লাখ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে।

বোয়ালখালী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন ইনচার্জ মো. সাইদুর রহমান বলেন, দুটি ইউনিট দেড় ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে আড়াই হাজার কেজি পলিথিন জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধরাঙামাটিতে ‘ছেলেধরা’ সন্দেহে ব্যবসায়ীকে গণপিটুনি