বোন ক্যানসারে আক্রান্ত স্কুল ছাত্র অঙ্কন ভট্টাচার্য বাঁচতে চায়

পটিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৪ এপ্রিল, ২০২৫ at ১০:৪৬ পূর্বাহ্ণ

মানবাধিকার কর্মী পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের মঠ পাড়ার কান্তিলাল ভট্টাচার্যের পুত্র ও পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র অঙ্কন ভট্টাচার্য (১২) দূরারোগ্য বোন ক্যান্সারে আক্রান্ত। বর্তমানে সে ভারতের ভেলুর সিএমসি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ডাক্তারের পরামর্শ মতে, তার চিকিৎসা চালিয়ে যেতে বাংলাদেশী টাকায় ২৫ লক্ষ টাকা প্রয়োজন।

দীর্ঘ কয়েক মাস চিকিৎসা চালিয়ে ইতিমধ্যেই নি:স্ব হয়ে পড়েছেন অসহায় পিতা। তিনি সমাজের ধনাঢ্য ব্যক্তিদের সহায়তায় তার পুত্রকে বাঁচাতে সহযোগিতা কামনা করেছেন। অঙ্কনের বাবা কান্তিলাল ভট্টাচার্য পেশায় একজন এস আর। ইতিমধ্যে ছেলের চিকিৎসার পেছনে প্রচুর টাকা খরচ করে তিনি এখন নি:স্ব হয়ে পড়েছেন। আপন সন্তানকে বাঁচাতে কান্তিলাল সকলের সহযোগিতা কামনা করেছেন। তার বিকাশ নং০১৮১৯০৭৬৭৫৯, ০১৮১৮১৫১৯১৬

পূর্ববর্তী নিবন্ধতৌফিকা করিমের ৩৭ ব্যাংক হিসাবে ৪৩ কোটি টাকা অবরুদ্ধ
পরবর্তী নিবন্ধসন্দ্বীপ চ্যানেলে ৩ জেলে আটক, ১২০ কেজি মাছ ও জাল জব্দ