বোন কান্দিলের হত্যাকারী ভাইকে মুক্তি দিল পাকিস্তানের আদালত

| বৃহস্পতিবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:৩৯ পূর্বাহ্ণ

সামাজিক যোগাযোগমাধ্যম তারকা কান্দিল বেলুচকে (ফৌজিয়া আজীম) হত্যায় যাবজ্জীবন দণ্ড পাওয়ার তিন বছর পর ভাই ওয়াসিম আজীমকে মুক্তি দিয়েছে পাকিস্তানের একটি আপিল আদালত। ২০১৬ সালে কান্দিলের হত্যাকাণ্ড পাকিস্তানজুড়ে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছিল, ফলশ্রুতিতে বদল এসেছিল দেশটির তথাকথিত ‘অনার কিলিং’ আইনে। মঙ্গলবার ওয়াসিমের আইনজীবী সরদার মেহমুদ তার মক্কেলের ছাড়া পাওয়ার বিষয়টি সিএনএনকে নিশ্চিত করলেও এ বিষয়ে আর বিস্তারিত কিছু বলেননি। এ সংক্রান্ত আদালতের আদেশ এখনও প্রকাশিত হয়নি। খবর বিডিনিউজের।
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুলতান শহরের বাসিন্দা ২৫ বছর বয়সী কান্দিলকে হত্যা ও ভিডিওতে স্বীকারোক্তি দেওয়ার কয়েকদিনের মধ্যেই ওয়াসিমকে গ্রেপ্তার করা হয়েছিল। ভিডিওতে স্বীকারোক্তি দিলেও কান্দিলের এই ভাই পরে আদালতে নিজেকে নির্দোষ দাবি করেন; পরে ২০১৯ সালে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পাকিস্তানে তথাকথিত এ ‘অনার কিলিংয়ের’ ঘটনাগুলোতে সাধারণত নারীরা তাদের কোনো আত্মীয়ের হাতেই খুন হন, যিনি মনে করেন ওই নারী তাদের পরিবারের জন্য ‘অসম্মান বয়ে এনেছেন’।

পূর্ববর্তী নিবন্ধবাচ্চা ভুতুড়ে হাঙর
পরবর্তী নিবন্ধওষুধ ও চিকিৎসা বর্জ্যে দূষিত হচ্ছে নদী