নতুন প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী সাব্বির জামান। তার ছোট বোনের নাম স্নিগ্ধা জামান। শৈশব–কৈশোরে তারা একসঙ্গে গান গাইলেও আনুষ্ঠানিকভাবে কোনো মঞ্চে বা স্টেজে সংগীত পরিবেন করেনি। তবে এবার সাব্বির–স্নিগ্ধা এক সঙ্গে স্টেজে গান গাইলেন। এ প্রসঙ্গে সাব্বির জামান বলেন, জীবনে প্রথমবারের মতো আমরা দুই ভাই–বোন এক সঙ্গে বাইরের কোনো অনুষ্ঠানে সংগীত পরিবেশ করেছি–এ অনুভূতি সত্যিই ভীষণ আনন্দের।
গত ১৫ সেপ্টেম্বর জীবনে প্রথমবারের মতো আমরা দুই ভাই–বোন এক সাথে প্রায় দুই ঘণ্টা একই স্টেজে গান করলাম একটি সংগীত সন্ধ্যায়। আমি মনে করি স্নিগ্ধা আমার চাইতে অনেক ভালো গান করে। অনুষ্ঠানে যদিও কো–আর্টিস্ট হিসেবে সাথে আমি ছিলাম। সবার কাছে দোয়া চেয়ে সাব্বির বলেন, স্নিগ্ধার গান সবাই খুবই পছন্দ করেছে। আশা করছি সবার শুভকামনা তোমাকে উৎসাহিত করবে এবং তোমাকে ভবিষ্যতে একটা ভালো শিল্পী হতে সাহায্য করবে। আমাদের ভাই–বোনদের জন্য আপনারা দোয়া করবেন।












