বোধের মূল্যস্ফীতি

রুকসানা হক | শনিবার , ১৮ মে, ২০২৪ at ৭:০২ পূর্বাহ্ণ

মেরুদণ্ড শুকোতে দিয়েছি

লালা ঝরলেই ক্ষতগুলো মসৃণ হবে

গেলো বছর আবাসিক এলাকায় চাঁদ হামাগুড়ি দিয়েছিল

এ বর্ষায় ঘুমঘুম মেঘের ঢুলুনি

মেরুদণ্ডে রোদ চকচক করে না

বোধের মূল্যস্ফীতি ঢিঁঢিঁ ফেলে সার্বিক রণকৌশলে।

খুব যন্ত্রণা হলে দানবিক বিলাপে বৃহষ্পতি কাঁপে

তাছাড়া দেশীয় খাদিতে ঢেকে যায় ক্ষত

রক্তকতা ফুঁসে না আত্মশ্লাঘায়,

মেরুদণ্ড শুকিয়ে কাঠ হোক

বর্ষার ছেঁড়া পদাবলী নিয়ে পথে নামবো

এভাবেই পথ অজেয় নতুন মূল্যবোধে বিকশিত হয়।

পূর্ববর্তী নিবন্ধমা আমার আদর্শ
পরবর্তী নিবন্ধডারউইনকে খুঁজতে…