বোধের পায়রা

সেবপ্রিয় বড়ুয়া সিদ্ধার্থ | শুক্রবার , ২৭ অক্টোবর, ২০২৩ at ৫:০৫ পূর্বাহ্ণ

যে শিশুরা মনের সুখে

খেলছে মাঠে ঘাটে

সবার মাঝে রাসেল দ্যাখো

আছে সহজ পাঠে

যে শিশুরা নাটাই হাতে

ওড়ায় গগন ঘুড়ি

তাদের সাথে রাসেল দ্যাখো

করছে দৌড়াদৌড়ি

যে শিশুদের সোনালি স্বপ্ন

বাস্তবে যায় পালিয়ে

ঐ যে দ্যাখো প্রতিবাদী শেখ

আসছে সাইকেল চালিয়ে

যে শিশুরা পথশিশু

আছে পথের ধারে

অশ্রুজলে রাসেল খুঁজি

বুঝি, আছে অনাহারে।

রোধতে হবে শিশু শ্রম

আর শিশু নির্যাতন

সব শিশুকে ভাবতে হবে

ঠিক রাসেলের মতন।

রাসেল সবার বোধের পায়রা

প্রভাত প্রতিদিন

শিশুর মনে নিখিল প্রাণে

রবে চিরদিন।

পূর্ববর্তী নিবন্ধকাঁদছে গাজাবাসী, নিশ্চুপ বিশ্ব মুসলিম জাতি
পরবর্তী নিবন্ধমানব কল্যাণে রক্তদান, হাসবে রোগী বাঁচবে প্রাণ