বোধন আবৃত্তি স্কুল চট্টগ্রামের নবীনবরণ গত ২৬ জানুয়ারি চসিক মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক মাসুম আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন বোধন আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক প্রণব চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবদুল হালিম দোভাষ। উপস্থিত ছিলেন বোধনের সহ–সভাপতি নারায়ন প্রসাদ বিশ্বাস এবং শিমুল নন্দী।
বক্তারা বলেন, বোধন আবৃত্তি স্কুলে ভর্তি হওয়া প্রতিটি শিশুই দেশ গড়ার ভবিষ্যত কারিগর। তাদেরকে পড়ালেখার পাশাপাশি বোধনের দীক্ষায় দীক্ষিত হয়ে বাংলা ভাষাকে বিশ্বের মানুষের কাছে পৌঁছে দেয়ার আহ্বান জানান।
ঋতু দে ও অপরাজিতা পালের সঞ্চালনায় একক আবৃত্তি করেন নাজিয়া নূর, মিথিলা চৌধুরী, আজাদ, প্রিয়াঙ্কা দিগা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আবৃত্তিশিল্পী জাভেদ হোসেন, মাইনুল আজম চৌধুরী, জেষ্ঠ্য সদস্য ফাহমিদা পলি, অধ্যাপক সিন্টু চৌধুরী, বোধন‘র অর্থ সম্পাদক সৌরভ দে, সন্দীপন সেন একা, মমি ভট্টাচার্য্য, অনিমেষ পালিত পাতা দে, অনুপমা রক্ষিত, অর্পিতা চৌধুরী, প্রিয়ন্তী বড়ুতা। লাবন্য দেব।