বোধনের সমাবর্তন

| রবিবার , ৩ মার্চ, ২০২৪ at ৭:২৮ পূর্বাহ্ণ

বোধনের সমাবর্তন গত ১ মার্চ থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন এডিসি (রাজস্ব) কবি মালেক মোস্তাকিম। বিশেষ অতিথি ছিলেন শিল্পকলা একাডেমির জেলা সাংস্কৃতিক কর্মকর্তা নাট্যনির্দেশক মোহাম্মদ মোসলেম উদ্দিন শিকদার লিটন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশনায় একক ও বৃন্দ আবৃত্তি পরিবেশিত হয় এবং পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সনদপত্র প্রদান করা হয়।

সহসভাপতি অ্যাডভোকেট নারায়ণ প্রসাদ বিশ্বাসের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক প্রণব চৌধুরী, শুভেচ্ছা বক্তব্য রাখেন সহসভাপতি শিমুল নন্দী। একক আবৃত্তি পরিবেশন করেন বোধনের শিল্পীরা। কবি উৎপল কান্তি বড়ুয়া রচিত এবং মাইনুল আজম চৌধুরীর নির্দেশিত বড়দের বৃন্দ আবৃত্তি ‘শোন মুজিবুর’ পরিবেশিত হয়। হোসনে আরা তারিন, সন্দীপন সেন একা, পৃথুলা চৌধুরী এবং যশস্বী বনিকের নিদর্শনায় ছড়া ও কবিতা বিভাগের শিক্ষার্থীরা পরিবেশন করে ‘এই ছড়াটা অন্যরকম’। শেষে লুৎফর রহমান রিটনের রচনায়, হোসনে আরা তারিন ও সন্দীপন সেন একার নির্দেশনায় শ্রুতি নাটক ‘ভূতের যাদু’ পরিবেশিত হয়। সঞ্চালনায় ছিলেন প্রণিতা দেব চৈতী ও স্মরণ ধর। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বোধনের অনুষ্ঠান সম্পাদক জাভেদ হোসেন।

পূর্ববর্তী নিবন্ধগ্রুপ থিয়েটার উৎসবে মঞ্চস্থ কবি
পরবর্তী নিবন্ধক্রিকইনফোর বিপিএল সেরা একাদশ