বৈষ্টমী রকফেস্ট : গাইবেন মিজান ও কেএইচএন

| বৃহস্পতিবার , ৩০ মে, ২০২৪ at ৭:৪০ পূর্বাহ্ণ

 

চলচ্চিত্র ও প্রামাণ্য চিত্র নির্মাণের পাশাপাশি এবার ‘রক ফেস্ট ২০২৪’ আয়োজনের উদ্যোগ নিয়েছে প্রযোজনা সংস্থা বৈষ্টমী। গতকাল বুধবার বিকাল ৪টায় ঢাকার আগারগাঁও মুক্তিযুদ্ধ জাদুঘরে প্রথম কনসার্টের আয়োজন করেছে সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বৈষ্টমী জানিয়েছে, কনসার্ট চলবে রাত ৮টা পর্যন্ত। পারফর্ম করবে জনপ্রিয় ব্যান্ড বাংলা ফাইভ। এছাড়া আছেন মিজান অ্যান্ড ব্রাদার্স এবং হার্ডরক গায়ক কেএইচএন এবং তার রক উইং। এই আয়োজনে টিকেটের কোনো ব্যবস্থা রাখেনি বৈষ্টমী। আয়োজনে ইভেন্ট পার্টনার হিসেবে আছে ইস্টিশন কমিউনিকেশনস। খবর বিডিনিউজের।

চলতি বছর ঢাকাসহ দেশের বিভাগীয় আট শহরে কনসার্টের আয়োজন করার পরিকল্পনা নিয়েছে বৈষ্টমী। ইতোমধ্যে মূলধারার চলচ্চিত্র, টেলিছবি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর প্রামাণ্য চলচ্চিত্র ‘শেখ হাসিনাএ ট্রু লেজেন্ড’ নির্মাণ করেছ এ প্রযোজনা সংস্থা।

বৈষ্টমীর প্রযোজনায় এ বছর ‘লিলিথ’ নামের একটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। এছাড়া এ সংস্থার ব্যানারে আগামীতে আসছে বাংলাদেশের পপ মিউজিকের ওপর চলচ্চিত্র ‘শিল্পীসত্তা’।

পূর্ববর্তী নিবন্ধঅভিনব উদ্যোগ, চমক দেখাবেন চমক
পরবর্তী নিবন্ধবেঁচে থাকলে উদযাপন করতেন ৭২তম জন্মদিন