বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণের আহ্বান

গণসংহতি আন্দোলন ইপিজেড শাখার সংলাপ | রবিবার , ২৭ অক্টোবর, ২০২৪ at ৫:৫৭ পূর্বাহ্ণ

বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণ ও নতুন গণতান্ত্রিক বন্দোবস্ত প্রতিষ্ঠায় গণসংহতি আন্দোলন ইপিজেড শাখার গণসংলাপ গত শুক্রবার অনুষ্ঠিত হয়। শাখা সংগঠক মো. সোহাগের সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন গণসংহতি আন্দোলন চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক অপূর্ব নাথ। তিনি বলেন, ছাত্রজনতার অভ্যুত্থানের অর্জনকে রক্ষা করতে হবে। নতুন গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

মো. কামালের সঞ্চালনায় এতে আলোচনা করেন জেলার যুগ্ম সমন্বয়কারী শহিদ শিমুল, সম্পাদকমণ্ডলীর সদস্য জাহিদুল আলম জাহিদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় চার দোকানিকে অর্থদণ্ড
পরবর্তী নিবন্ধরাঙামাটি ও চকরিয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু