বৈষম্যহীন রাষ্ট্র গঠনে জামায়াত বদ্ধপরিকর

চরম্বায় শাহজাহান চৌধুরী

| বুধবার , ৩ ডিসেম্বর, ২০২৫ at ৫:৪৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম১৫ আসনে জামায়াতের প্রার্থী শাহজাহান চৌধুরী বলেছেন, আমরা ধনসম্পদ অর্জনের জন্য নয়, ন্যায় ইনসাফ, বৈষম্যহীন ও মানবিক একটি রাষ্ট্র গঠনে বদ্ধপরিকর। অতীতে যখন আমি নির্বাচিত হই তখন সাতকানিয়ালোহাগাড়ার মসজিদ, মন্দির, স্কুল, কলেজ, মাদ্রাসা, রাস্তাঘাট, ব্রিজ ও কালভার্টের উন্নয়ন করেছিলাম। গরীব দুঃখী মেহনতী মানুষের কল্যাণে কাজ করেছি। ভবিষ্যতেও অবহেলিত উন্নয়নের কাজকে ত্বরান্বিত করতে পারি জনসাধারণের নিকট সেই প্রার্থনা করছি। গতকাল মঙ্গলবার লোহাগাড়ার চরম্বা ইউনিয়নের আতিয়ার পাড়া, দিঘির কোণ, জামছড়ি ব্রিজ, বাইয়ার পাড়া, নাছির মোহাম্মদ পাড়া, পদ্মশিখিল, ওয়াহেদর পাড়া, লালারখিল, মসজিদের পাড়া, দিঘির পাড়, দেওয়ান আলী সিকদার পাড়া, সুফিয়াবাদ, নতুন পাড়া, নয়াবাজার, কালোয়ার পাড়াসহ নির্বাচনী প্রচারণায় এসব কথা বলেন। জামায়াতে ইসলামী চরম্বা ইউনিয়ন সভাপতি শামসুল আলম হেলালীর সভাপতিত্বে ও সেক্রেটারি আহমেদ হোসেন শিবলীর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন শ্রমিক ফেডারেশনের সভাপতি হাফেজ জয়নাল আবেদীন, মাওলানা হাসান, আব্দুল গফফার, অ্যাডভোকেট মুহাম্মদ জুনাইদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধবিভিন্ন উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীদের কর্মবিরতি