বৈশাখ

মাহবুবা ছন্দা | বুধবার , ১৩ এপ্রিল, ২০২২ at ৬:৫২ পূর্বাহ্ণ

প্রিয় দিন, প্রিয় মাস, প্রিয় বৈশাখ,
মত্ত – মাদল বিপুল উৎসব।
সুজলা- সুফলা মলয়শীতলা ধরণী
দেহেমনে সমভাব।
মৈত্রী – রাখীবন্ধনে শপথে
ডেকে আনি হৃদয়ে।

লঘু জ্যোৎস্নার বুক থেকে
আমি পেড়ে আনি তোমাকেই বৈশাখ।
আকাঙ্ক্ষার লাল রঙে কৃষ্ণচূড়া,
জীবনের রঙে রাঙে সকলে।
কুসুমিত আচ্ছন্ন এক লাল- সাদায়
প্রতি বৈশাখে সাজি রূপাম্বিতা এক নারী।

পূর্ববর্তী নিবন্ধএসো মায়া ছড়িয়ে
পরবর্তী নিবন্ধবৈশাখিনী