বৈলছড়িতে সড়ক উন্নয়ন কাজ উদ্বোধন

বাঁশখালী প্রতিনিধি | রবিবার , ৩১ মার্চ, ২০২৪ at ১০:২৩ পূর্বাহ্ণ

বাঁশখালীর বৈলছড়ি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে ঢালা সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। গত ২৯ মার্চ স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের ঢালা সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ এবং ইউপি চেয়ারম্যান মো. কফিল উদ্দিন। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ শোয়াইব। উপস্থিত ছিলেন বৈলছড়ী ইউপি সদস্য বিকাশ দত্ত, শিক্ষক জোবাইর জসীম, মো. মুহিবুল্লাহ প্রমুখ। বৈলছড়ী প্রধান সড়ক থেকে পূর্ব দিকে ধলা সড়কের ৫ কিলোমিটার উন্নয়ন প্রকল্পের বরাদ্দ দেয়া হয়েছে ১ কোটি ১৩ লক্ষ ৬১ হাজার টাকা। উদ্বোধন কালে চেয়ারম্যান মো. কফিল উদ্দিন বলেন, সরকারের গণমুখী উন্নয়ন কর্মকাণ্ডের অংশ হিসাবে ১কোটি ১৩ লক্ষ টাকা ব্যয়ে বৈলছড়ির ঢালা সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করা হচ্ছে আগামীতে যে সব সড়কের কাজ অসম্পূর্ণ রয়েছে তা ধারাবারিক ভাবে উন্নয়ন করা বলে তিনি অভিমত ব্যক্ত করেন। উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ বলেন, সরকারের গ্রাম পর্যায়ে সড়ক ব্যবস্থা উন্নয়নের ধারাবাহিকতায় চলমান কার্যক্রমের অংশ হিসাবে ১ কোটি ১৩ লক্ষ ৬১ হাজার টাকা ব্যয়ে বৈলছড়ি ঢালা সড়কের ১ কিলোমিটার কার্পেটিং করা হবে বলে।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালী উপকূলীয় কলেজে স্বাধীনতা দিবস উদ্‌যাপন
পরবর্তী নিবন্ধশিক্ষাবিদ ফৌজুল কবিরের ইন্তেকাল