বৈধ কাগজপত্র না থাকায় ৪৫টি গাড়ি আটক

হেলমেট-ড্রাইভিং লাইসেন্স না থাকায় ১৫ চালককে জরিমানা

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৯ মে, ২০২৪ at ১১:০৫ পূর্বাহ্ণ

নগরীর খুলশী থানার ২ নম্বর গেইট এলাকায় অভিযান চালিয়ে গাড়ির বৈধ কাগজপত্র না থাকায় ৪৫টি গাড়ি আটক করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ট্রাফিক উত্তর বিভাগ। একই সময় হেলমেট, ড্রাইভিং লাইসেন্স না থাকায় ১৫টি গাড়িকে জরিমানা করা হয়। গতকাল শনিবার মেয়র গলি এলাকায় চেকপোস্ট বসিয়ে এসব গাড়ি আটক করা হয় বলে জানিয়েছেন সিএমপি ট্রাফিক উত্তর বিভাগের সহকারী কমিশনার (এসি) মোহাম্মদ শরীফুল আলম চৌধুরী সুজন। সহকারী কমিশনার শরীফুল আলম চৌধুরী সুজন জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ২ নম্বর গেইট মেয়র গলি এলাকায় অভিযান চালিয়ে ৪৫টি গাড়ি আটক করা হয়। আটককৃত গাড়ি সমূহের মধ্যে রয়েছে মহানগর এলাকায় প্রবেশ নিষিদ্ধ গ্রাম সিএনজি, ম্যাক্সিমা, মিনি ট্রাক, সবুজ টেম্পো ও মোটরসাইকেল। একই সময় হেলমেট, ড্রাইভিং লাইসেন্স না থাকায় ১৫টি গাড়িকে জরিমানাও করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচিটাগাং চেম্বারে ইন্ডাস্ট্রিয়ালিস্ট বিষয়ক স্ট্যান্ডিং সাব-কমিটির সভা
পরবর্তী নিবন্ধস্মার্ট দেশ গড়ে উঠবে শিক্ষার্থীদের হাত ধরে