জাতীয় রাজস্ব বোর্ড–এনবিআর দুই ভাগ করা অধ্যাদেশ বাতিলের দাবিতে যে আন্দোলন চলছিল, তা ‘সাময়িকভাবে’ প্রত্যাহার করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। এনবিআরের আন্দোলনরত কর্মকর্তা–কর্মচারীদের সঙ্গে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ও উপদেষ্টা পরিষদের প্রতিনিধিদের আলোচনার সিদ্ধান্তে আন্দোলনে বিরতি টানে পরিষদ। আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় অর্থ মন্ত্রণালয়ে এ আলোচনা হওয়ার কথা, যেখানে আয়কর ও শুল্কের ১০–১২ জন কর্মী অংশগ্রহণ করবেন। গতকাল সোমবার রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব ভবনে সংবাদ সম্মেলনে এসে কলম বিরতি কর্মসূচি সাময়িক প্রত্যাহারের কথা বলেন শুল্ক ক্যাডারের উপ–কমিশনার ইমাম গাজ্জালি। সংবাদ সম্মেলনে পরিষদের একাধিক কর্মকর্তা লিখিত বক্তব্য পাঠ করেন। খবর বিডিনিউজের।
গাজ্জালি তার অংশে বলেন, আমরা সরকারের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব পেয়েছি। আগামীকাল (মঙ্গলবার) বিকাল সাড়ে ৩টায় এ আলোচনা হওয়ার কথা। অর্থ উপদেষ্টাসহ উপদেষ্টামণ্ডলীর কয়েকজন সদস্য এতে অংশগ্রহণ করবেন বলে আমরা জেনেছি। আমরা বরাবরই বলেছি, আমরা আলোচনার জন্য প্রস্তুত এবং আমাদের একটি প্রতিনিধিদল সে আলোচনায় অংশগ্রহণ করবে বলে সিদ্ধান্ত নিয়েছি। এ আলোচনার আহ্বানের পরিপ্রেক্ষিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কর্মসূচিতে আগামীকাল (আজ) সাময়িক বিরতি থাকবে। আলোচনার ‘অগ্রগতির ভিত্তিতে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে’ বলেও তিনি তুলে ধরেন।