আলাস্কা শীর্ষ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লদিমির পুতিন ‘স্পষ্টভাবে জয়ী’ হয়েছেন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন।
তিনি বলেন, যদিও ইউক্রেন শান্তিচুক্তি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘হেরে যাননি’। ট্রাম্প কিছুই পাননি। কেবল আরও বৈঠকের প্রতিশ্রুতি পেয়েছেন। অন্যদিকে পুতিন ‘সম্পর্ক পুনর্গঠনে অনেকটা এগিয়ে গেছেন। আমি সব সময়ই মনে করতাম, এটিই তাঁর মূল লক্ষ্য।
তবে বৈঠককে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ বিষয়ে দেশটির বয়ানের জয় হিসেবে দেখছেন মস্কোর জ্যেষ্ঠ রাজনীতিকরা। আর পুতিনকে দেওয়া লালগালিচা সংবর্ধনায় গোটা যুদ্ধজুড়ে ব্যাপক রুশ হামলার শিকার খারকিভের বাসিন্দারা ক্ষুব্ধ হয়েছেন। এই সফরকে পুতিনের ‘ব্যক্তিগত জয়’ বলে মন্তব্য করেছেন তারা।
বোল্টন বলেন, তিনি (পুতিন) নিষেধাজ্ঞা থেকে রক্ষা পেয়েছেন এবং কোনো যুদ্ধবিরতির মুখোমুখি তাঁকে হতে হয়নি। পরবর্তী বৈঠকের তারিখও ঠিক হয়নি। জেলেনস্কিকে এসব কিছু এই সংবাদ সম্মেলনের আগে জানানো হয়নি। বোল্টন বৈঠকের সময়কার ট্রাম্পের চেহারা নিয়েও মন্তব্য করেন। তিনি বলেন, আরেকটি বিষয় বলব, আমার মনে হয়েছে ট্রাম্পকে খুব ক্লান্ত দেখাচ্ছিল। সত্যিই খুব ক্লান্ত। তিনি হতাশ নন, কিন্তু ক্লান্ত। এর মানে কী হতে পারে, সেটা ভেবে দেখতে হবে।
এদিকে আলাস্কায় বৈঠক শেষ হওয়ার পরপরই মস্কোর স্থানীয় সময় গতকাল শনিবার ভোররাতে রুশ রাজনীতিকরা প্রতিক্রিয়ায় তাদের জয় বলে জানিয়েছেন। গার্ডিয়ান লিখেছে, রাশিয়ার নেতা কোনো ছাড় দেওয়া ছাড়াই তার প্রতিপক্ষের সঙ্গে সাক্ষাৎ করেছেন আর ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি প্রত্যাখ্যান করা সত্ত্বেও এখন কোনো নিষেধাজ্ঞার মুখোমুখি হচ্ছেন না, মস্কো এটি উদযাপন করছে।
কঠোর দৃষ্টিভঙ্গীর জন্য পরিচিত রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি ভেদভেদেভ টেলিগ্রামে বলেছেন, এই বৈঠক প্রমাণ করেছে কোনো শর্ত ছাড়াই আলোচনা হতে পারে, যেমনটি মস্কো জোর দিয়ে বলেছে যখন ইউক্রেনে যুদ্ধ তীব্রতর হচ্ছে। পুতিনের ইউনাইটেড রাশিয়া পার্টির জ্যেষ্ঠ আইনপ্রণেতা আন্দ্রেই ক্লিশাস বলেন, আলাস্কার এই বৈঠক রাশিয়ার দীর্ঘমেয়াদি ও ন্যায্য শান্তির আকাক্সক্ষা নিশ্চিত করেছে।
রাশিয়ার ফেডারেল টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল ওয়ান’ এর শনিবার সকালের খবরে সম্মেলনে ঘিরে আড়ম্বর, বিশ্বজুড়ে এর প্রভাব এবং পুতিনকে যে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে, তাতেই জোর দেওয়া হয়েছে। চ্যানেল ওয়ান বলেছে, লাল গালিচা, করমর্দন এবং ভিডিও ফুটেজ ও ছবিগুলো বিশ্বব্যাপী সব প্রকাশনায় প্রকাশিত হয়েছে ও টেলিভিশন চ্যানেলগুলোতে দেখানো হয়েছে। চ্যানেলটি আরও বলেছে, এই প্রথমবারের মতো ট্রাম্প সফরে আসা একজন নেতার সঙ্গে বিমানবন্দরে উড়োজাহাজ থেকে নামার পর দেখা করেছেন। এই শীর্ষ সম্মেলনকে রাশিয়ার ‘সফলতা’ এবং ইউক্রেইন ও তার ইউরোপীয় মিত্রদের ‘পরাজয়’ হিসেবে চিত্রিত করেছেন রাশিয়ার এক জেষ্ঠ আইনপ্রণেতা।