আট শতাধিক চিকিৎসক ও গবেষকদের অংশগ্রহণে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের উদ্যোগে আয়োজিত চতুর্থ আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন–২০২৫ শেষ হয়েছে। গত শুক্রবার চট্টগ্রাম ক্লাবে দিনব্যাপী আয়োজিত বৈজ্ঞানিক সম্মেলনে বাংলাদেশসহ যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, মিশর, ভারত ও নেপালের চিকিৎসক, গবেষক, শিক্ষক ও প্রশিক্ষণার্থী অংশ নেন। সম্মেলনে সেমিনার, কি–নোট ও গবেষণপত্র উপস্থাপন করা হয়।
এতে বক্তারা বলেন, বৈজ্ঞানিক সম্মেলন চিকিৎসা বিজ্ঞানকে পথ দেখায়। কারণ এতে গবেষকদের জ্ঞান আদান–প্রদান হয়। বিজ্ঞানের আবিষ্কারের সঙ্গে, নতুন নতুন প্রযুক্তির সঙ্গে সবার পরিচয় ঘটে। এতে চিকিৎসা বিজ্ঞানের নতুন পথ উন্মোচিত হয়।
চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ সম্মেলনের উদ্বোধন করেন। রাতে মা ও শিশু জেনারেল হাসপাতালের সভাপতি সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, মেডিকেল কলেজের অধ্যক্ষ ও আয়োজক কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. অসীম কুমার বড়ুয়া, সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. এএসএম মোস্তাক আহমেদ, অধ্যাপক ডা. মাহমুদ আহমেদ চৌধুরী আরজু, অধ্যাপক ডা. এম জালাল উদ্দিন, সম্মেলনের সদস্য সচিব অধ্যাপক ডা. অলক নন্দী, অধ্যাপক ডা. পারভেজ ইকবাল শরীফসহ খ্যাতিমান চিকিৎসকগণ উপস্থিত ছিলেন। দিনব্যাপী আয়োজনে ১৭টি সেশনে উপস্থাপন করা হয়েছে ৮৯টি বৈজ্ঞানিক প্রবন্ধ, যার মধ্যে আছে ৪০টি মেডিসিন, ২৫টি সার্জারি, ১২টি গাইনি এবং ডেন্টাল, বেসিক মেডিসিন ও মেডিকেল শিক্ষা–সংক্রান্ত আরও ১২টি গবেষণা। গত বৃহস্পতিবার দুইটি ও শনিবার সকালে আরও দুইটি হাতে–কলমে বৈজ্ঞানিক কর্মশালা অনুষ্ঠিত হয়। সম্মেলনে মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. এএসএম মোস্তাক আহমেদ এবং শিশুস্বাস্থ্য বিভাগের বিভাগীয় প্রধান ও অটিজম ও শিশু বিকাশ কেন্দ্রের পরিচালক অধ্যাপক ডা. মাহমুদ আহমেদ চৌধুরী আরজুকে লাইফটাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ড সম্মাননা প্রদান করা হয়। চট্টগ্রাম ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজে তাঁদের অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ টিচার্স ফোরাম এই সম্মাননা দিয়েছে। সম্মেলনের বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করেন অধ্যাপক ডা. নাহিদ সুলতানা, অধ্যাপক ডা. জেসমীন আবেদীন, অধ্যাপক ডা. সাহেদা খানম, অধ্যাপক ডা. আবদুল কাইয়ুম চৌধুরী, অধ্যাপক ডা. সঞ্জয় কান্তি বিশ্বাস, ডেন্টাল ইউনিটের প্রধান ডা. মো. কামরুল হাসান, ডা. চিন্ময় বৈধ্য, ডা. ফাহিম হাসান রেজা, ডা. হাদী মো. হাবিব উল্লাহ প্রমুখ।
সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতাল পরিচালক ডা. নুরুল হক, ইসি কমিটির সাধারণ সম্পাদক রেজাউল করিম আজাদ, যুগ্ম সম্পাদক জাহিদুল হাসান, সাংগঠনিক সম্পদক মোহাম্মদ সাগির, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক ডা. ফজল করিম বাবুল, দাতা সদস্য ইউসুফ হারুন, জাবেদ আবছার চৌধুরী, সদস্য ডা. আব্বাস উদ্দিন, ডা. বেলায়েত হোসেন ঢালী, ডা. সরোয়ার আলম ও আবুল হাশেম প্রমুখ।












